রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ , ২৬ শাওয়াল ১৪৪৫

খেলা

আরও একবার টি-টোয়েন্টি বিশ্বকাপে চোখ ইংল্যান্ডের

ক্রীড়া ডেস্ক এপ্রিল ২৪, ২০২৪, ২০:১৫:২৫

93
  • ছবি: ইন্টারনেট

এখনো টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াতে বাকি ৩৭ দিন। এরইমধ্যে এ ট্রফি জিততে নানা ছক কষছে দলগুলো। ব্যতিক্রম নয় ইংল্যান্ড। এবার টানা দ্বিতীয় টি-টোয়েন্টির শিরোপা জয়ের লক্ষ্য জানান দিলেন ইংল্যান্ড তারকা আদিল রশিদ।

পাকিস্তানকে হারিয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের সর্বশেষ ২০২২ সালের বিশ্ব আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। যেখানে দলের জয়ে ভূমিকা রাখা লেগস্পিনার আদিল রশিদ ২২ রানের বিনিময়ে ২ উইকেট শিকার করেছিলেন। যদিও ইংল্যান্ড সর্বশেষ আইসিসি টুর্নামেন্ট ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে চরম বাজে সময় কাটিয়েছে। ছয় হার ও তিন জয় নিয়ে তারা বিশ্বকাপ শেষ করেছিল সপ্তম অবস্থানে থেকে। এ নিয়ে রশিদের মন্তব্য, ‘৫০ ওভার সম্পূর্ণ ভিন্ন ফরম্যাট।’

অর্থাৎ, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারত বিশ্বকাপ নিয়ে ভাবতে চান না এই ইংলিশ তারকা। ইসিবির জাতীয় টেপ-টেনিস বল প্রতিযোগিতার উদ্বোধনকালে রশিদ বলেন, ‘আমরা একেবারে কম রান করেছি, যাইহোক যা হওয়ার হয়েছে। এটা (ওয়ানডে বিশ্বকাপ) আমাদের সেরা টুর্নামেন্ট ছিল না, ব্যাট–বল কিংবা দল হয়ে কোনো বিভাগেই আমরা নিজেদের সেরাটা খেলতে পারিনি। তবে আমি মনে করি আসন্ন (টি-টোয়েন্টি) বিশ্বকাপ সম্পূর্ণ ভিন্ন ফরম্যাটের, যেখানে আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন।’

‘আমরা আত্মবিশ্বাসী। আমাদের যে দল রয়েছে, এখানে থাকা ক্রিকেটারদের ভালো মাইন্ডসেট ও যথেষ্ট অভিজ্ঞতা আছে। যদি আমরা একই বিশ্বাস নিয়ে সেখানে যেতে পারি, আমি আশাবাদি আমরা বাকি পথ সামলাতে পারব। আমরা ‘‘খারাপ একটা বিশ্বকাপ’’ কাটিয়েছি, যা এটার চেয়ে ভিন্ন ফরম্যাটের, ৫০ ওভারের, ২০ ওভারের নয়। আমরা দুটিকে মিলিয়ে ফেলতে চাই না’, আরও যোগ করেন ইংলিশ লেগস্পিনার রশিদ।

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে আদিল রশিদ বলেন, ‘আমরা সাম্প্রতিক অতীতে ভালো খেলিনি, কিন্তু মানুষ ঘুরে দাঁড়িয়েছে, দলও সেখান থেকে কামব্যাক করেছে এবং মুখ ফিরিয়ে বিশ্বকাপ জয়ের দিকে। যদি টি-টোয়েন্টিতে আপনি অনেক বেশি পরিকল্পনা সাজান, তবে আপনি নিজেদের ১৮০–১৭০ এ আটকে ফেললেন। আবার আপনি যদি সত্যিকার স্বাধীনতা নিয়ে খেলেন তাহলে আপনি ২৫০–৩০০ রানও করতে পারবেন।’

আগামী ১ জুন  টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে। তার আগে সর্বশেষবার নিজেদের ঝালিয়ে নিতে মে মাসে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে ইংল্যান্ড। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন